অ্যানহেল ডি মারিয়া যেন ফিরে গিয়েছেন নিজের শিকড়ে আর্জেন্টিনায় ফিরে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। বয়স ৩৭ হলেও এখনো পায়ের জাদুতে মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের। এবার কর্নার থেকে সরাসরি এক অবিশ্বাস্য গোল করে আবারও শিরোনামে এই বিশ্বকাপজয়ী উইঙ্গার।
সোমবার ভোরে আর্জেন্টিনা প্রিমেরা লিগার ম্যাচে নিজেদের মাঠে শক্তিশালী বোকা জুনিয়র্সের মুখোমুখি হয়েছিল রোসারিও সেন্ট্রাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে দুই দলই ভাগাভাগি করে নিয়েছে পয়েন্ট।
ম্যাচের ২০তম মিনিটে রদ্রিগো বাত্তাগ্লিয়ার গোলে এগিয়ে যায় বোকা জুনিয়র্স। তবে এর মাত্র চার মিনিট পরই ডি মারিয়া দুর্দান্ত এক গোল করে রোসারিওকে সমতায় ফেরান। আর এই গোলটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ডান প্রান্ত থেকে কর্নার কিক নিতে গিয়ে সরাসরি বল জালে জড়ান ডি মারিয়া। গোলরক্ষক লাফিয়ে চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। এমন গোলকে বলা হয় ‘অলিম্পিকো গোল’, যেটি করতে খুব কম খেলোয়াড়ই সক্ষম হন। গোলের পর রোসারিওর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বিস্ময় যেন বলে দিচ্ছিল, ডি মারিয়া এখনও ক্লাস ধরে রেখেছেন।
চলতি মৌসুমে লিগে এটি ডি মারিয়ার চতুর্থ গোল। তবে তার দল রোসারিও সেন্ট্রালের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২ জয় ও ৫ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর ৬ নম্বরে অবস্থান তাদের। শীর্ষে আছে রিভার প্লেট, ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে।
অন্যদিকে, বোকা জুনিয়র্স গ্রুপ ‘এ’-তে ৮ ম্যাচে ৩ জয় ও ৪ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে।
¡¡¡GOLAZO OLÍMPICO DE FIDEO DI MARÍA PARA EL 1-1 DE ROSARIO CENTRAL ANTE BOCA!!! pic.twitter.com/DDWGnuSt9W
— SportsCenter (@SC_ESPN) September 14, 2025
বিডি প্রতিদিন/মুসা