রাজধানীর মোহাম্মদপুর থেকে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়ভাবে পরিচিত এই যুবকের নাম পাঁয়তারা শাহিন (২৫)। গ্রেফতার অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহিনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শাহিন মূলত হবিগঞ্জ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর রায়েরবাজার প্রেমতলা গলির একটি বাসায় ভাড়া থাকতেন।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, “গোপন সূত্রে খবর পাই, শাহিন দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত সোয়া নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানাও ঝুলছে তার নামে।”
গ্রেফতারের পর শাহিনকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        