সীমান্তবর্তী একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে একজন লেবানিজ পৌরকর্মী নিহত হয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এএফপি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয় বলে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে।
২০২৪ সালের নভেম্বর মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা সম্প্রতি আরও তীব্র হয়েছে।
এনএনএ জানিয়েছে, ‘একটি গুরুতর ও নজিরবিহীন আক্রমণ চালিয়ে ইসরায়েলিশত্রু বাহিনী বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সীমান্ত থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে ব্লিদা গ্রামে প্রবেশ করে, তাদের সঙ্গে একাধিক যানবাহন ছিল।’
এনএনএ আরও জানায়, ‘বাহিনীটি ব্লিদা পৌর ভবনে হামলা চালায়, যেখানে কর্মচারী ইব্রাহিম সালামেহ ঘুমিয়ে ছিলেন, এবং শত্রু সেনারা তাকে হত্যা করে।’
গ্রামের বাসিন্দারা জানান, অভিযানটি বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এবং ভোরের দিকে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সরে যায়।
এনএনএ আরও জানায়, কাছাকাছি সীমান্ত গ্রাম আদাইসেহ-তে ইসরায়েলি বাহিনী ভোরে একটি ধর্মীয় অনুষ্ঠান হল উড়িয়ে দেয়।
গত কয়েকদিন ধরে ইসরায়েল লেবাননের ওপর হামলা জোরদার করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
গত মঙ্গলবার জাতিসংঘের অধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী লেবাননে ১১১ জন বেসামরিক লোককে হত্যা করেছে।
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        