ডিয়েগো জোতার মৃত্যু ও ডারউইন নুনেজের ক্লাব ছেড়ে যাওয়ায় ভালোমানের একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে লিভারপুল। তাইতো নিউক্যাসেল ইউনাইটেড থেকে দুর্দান্ত ফর্মে থাকা আলেজান্ডার ইশাককে দলে ভেড়াতে চাইছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু লিভারপুলের কাছে ইশাককে বিক্রি করতে আগ্রহী হয় নিউক্যাসেল। কিন্তু নিজ ক্লাবের বিপক্ষে গিয়ে লিভারপুলে যোগ দিতে এবার নিজেই উঠেপড়ে লেগেছেন ইশাক। সুইডিশ স্ট্রাইকারের ইচ্ছা হলো আগামী ১ সেপ্টেম্বর দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই লিভারপুলে যোগ দেওয়া।
গত ১ আগস্ট ইসাকের জন্য নিউক্যাসেলের কাছে ১১০ মিলিয়ন পাউন্ডের একটি প্রস্তাব দেয় লিভারপুল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে নিউক্যাসেল।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হারের পর নিউক্যাসেলের ম্যানেজার এডি হাউ বলেন, ইসাকের ভবিষ্যৎ নিয়ে সবকিছুই খোলা আছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি তার বর্তমান পরিকল্পনায় ইসাককে রাখতে পারছেন না। এ কারণে আগামী শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে নিউক্যাসেলের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ইশাকের না খেলার সম্ভাবনাই বেশি।
ইশাক উরুর চোটের কারণে নিউক্যাসেলের প্রাক-মৌসুম এশিয়া সফরে যাননি। এরপর তিনি তার পুরোনো ক্লাব রিয়াল সোসিয়েদাদে একা অনুশীলন করেন এবং গত সপ্তাহে যুক্তরাজ্যে ফিরে আসেন।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৭ গোল করা ইসাকের নিউক্যাসেলের সঙ্গে আরও তিন বছরের চুক্তি বাকি আছে। এদিকে, এই গ্রীষ্মে নিউক্যাসেল বেশ কয়েকজন স্ট্রাইকারকে দলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। লিয়াম ডেলাপ চেলসিতে, বেঞ্জামিন সেসকো ম্যানচেস্টার ইউনাইটেডে ও হুগো একিটিকে লিভারপুলে যোগ দেন।
ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইয়োয়ান উইসার প্রতি এখনো আগ্রহ রয়েছে নিউক্যাসেলের। এই ক্লাবে যোগ দিতে চাওয়ার কারণে গত জুলাইয়ে পর্তুগালে ব্রেন্টফোর্ডের প্রাক-মৌসুম ক্যাম্প ছেড়ে চলে যান উইসা। তবে যদি নিউক্যাসেল ও ব্রেন্টফোর্ডের মধ্যে উইসার দলবদল নিয়ে চুক্তি হয়, তাহলে কঙ্গোর এই স্ট্রাইকার এখনো নিউক্যাসলে যেতে আগ্রহী।
এখন ইশাককে নিউক্যাসেল লিভারপুলের কাছে বিক্রি করে কিনা আপাতত সেটিই দেখার অপেক্ষা।
বিডি প্রতিদিন/কেএ