বারবাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে শাস্তি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন সামি। তবে সেই ঘটনার রেশ না টেনে সামনে এগিয়ে যেতে চান তিনি। জানালেন, সংশ্লিষ্ট আম্পায়াররা নিজেদের কিছু ভুল স্বীকার করেছেন এবং তিনি তাদের প্রতি কোনো ক্ষোভ রাখেননি।
প্রথম টেস্টে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সামি। পরে আইসিসি তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করে এবং নামের পাশে যোগ করে একটি ডিমেরিট পয়েন্ট। কোচ হিসেবে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
গ্রেনাডায় দ্বিতীয় টেস্ট শুরুর আগে সংবাদমাধ্যমে মুখ খুলে সামি বলেন, 'ঘটনার পর আম্পায়ারদের সঙ্গে আমাদের আরও বিস্তারিত আলোচনা হয়েছে। তারা কিছু বিষয় ব্যাখ্যা করেছেন এবং ভুল স্বীকারও করেছেন। তবে বারবাডোজের সেই অধ্যায় আমরা পেছনে ফেলে এসেছি। এখন আমরা গ্রেনাডায়, সামনে তাকাতে চাই।'
প্রথম টেস্টের পরদিন সংবাদ সম্মেলনে সামি অভিযোগ করেছিলেন, ইংল্যান্ড সফর থেকেই আম্পায়ার হোল্ডস্টকের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মন্তব্যই মূলত তার শাস্তির কারণ হয়।
তবে সিরিজের বাকি দুই টেস্টে মাঠের আম্পায়ার হিসেবেই থাকছেন হোল্ডস্টক। তাকে নিয়ে আর কোনো বিতর্কে যেতে চান না সামি। বরং এখন তিনি সাবেক এই দক্ষিণ আফ্রিকান আম্পায়ারকে শুভকামনা জানিয়েছেন।
সামি বলেন, 'আমি কাউকে নিয়ে ক্ষোভ পুষে রাখি না। আমি শুধু তখনকার পরিস্থিতি দেখে মন্তব্য করেছিলাম। শাস্তি পেয়েছি, মেনে নিয়েছি। অ্যাড্রিয়ানকে সত্যি শুভকামনা জানাই। আমরা সবাই মানুষ, ভুল হতেই পারে। আমি চাই তিনি সামনে ভালোভাবে ম্যাচ পরিচালনা করুন।'
বিডি প্রতিদিন/মুসা