খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সমর্থিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এক মতবিনিময় সভা করেছে। রবিবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য কমিটির আহ্বায়ক মোহাম্মদ জহুরুল আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। এছাড়া বক্তব্য রাখেন এসিজি সদস্য মো. কামরুল এবং পরিবার কল্যাণ বিভাগের কর্মকর্তা কৃত্তিকা ত্রিপুরা। সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার আব্দুর রহমান।
বক্তারা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে এর সমাধানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় সনাকের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল