ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে শহরের ক্বারী চাইনিজ এন্ড রেস্টুরেন্টের ৪র্থ তলায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী এস.এম. সাদেক মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী হৃদয় কামাল।
এসময় বক্তব্য দেন এডভোকেট মো. মাসুদ হক, ব্যবসায়ী আবদুল হালিম, ব্যবসায়ী আবদুল মালেক, ব্যবসায়ী রুহুল আমিন সেলিম, ব্যবসায়ী চয়ন মোদক, ব্যবসায়ী পবিত্র পাল, ব্যবসায়ী মাহবুব চৌধুরী উজ্জ্বল, ব্যবসায়ী কবীর আহমেদ এবং ব্যবসায়ী শাফায়েত আমিন।
সভায় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে কমিটির কার্যক্রম না থাকায় একটি নতুন কমিটির প্রয়োজন দেখা দিয়েছে। পরে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে এস. এম. সাদেক মিন্টুকে আহ্বায়ক ও এডভোকেট মো. মাসুদ হককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল হালিম, আবদুল মালেক, কালাম খান, রুহুল আমিন সেলিম, পল্টু মোদক, হৃদয় কামাল, দুলাল মোদক, সাইফুল ইসলাম খান, পবিত্র পাল ও পাভেল পাল।
আহ্বায়ক কমিটির ১নং সদস্য করা হয়েছে মো. রাশেদুল হককে। নতুন কমিটিতে মোট ১০৫ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ