মাদারীপুরের ডাসারে কৃষিজমিতে মাছের ঘের নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কৃষকদের অভিযোগ, ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা ও জীনবাড়ি মৌজার প্রায় ৮০ একর জমিতে তারা দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন। ওই জমির কিছু অংশ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ভাড়া নেন এবং ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণের কাজ শুরু করেন। এতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকরা জানান, বিষয়টি তারা লিখিতভাবে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। তদন্তের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদনে উল্লেখ করেন, প্রায় ৩৫-৪০ একর জমি ড্রেজার ও ভেকু দিয়ে খনন করলে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন চেয়ারম্যানকে মাটি কাটতে নিষেধ করলেও তিনি রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধনে কৃষক হানিফ মোল্লা অভিযোগ করে বলেন, “আমার জমিতে চেয়ারম্যান জোর করে মাছের ঘের করতে চাইছেন। এতে ধান উৎপাদন বন্ধ হয়ে যাবে। আমার পরিবার না খেয়ে মারা যাবে।”
স্থানীয় বাসিন্দা শাহীন মাতুব্বর জানান, তাদের পরিবার প্রজন্ম ধরে ধান চাষ করে জীবিকা নির্বাহ করছে। মাছের ঘের হলে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।
অন্যদিকে, সুজন মাতুব্বর আশঙ্কা প্রকাশ করে বলেন, “এখানে মাছের ঘের হলে জীববৈচিত্র্য ও পরিবেশের বড় ধরনের ক্ষতি হবে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”
তবে অভিযুক্ত চেয়ারম্যান রেজাউল করিম শিকদার দাবি করেন, “আমি কৃষকদের সম্মতিতে জমি লিজ নিয়েছি। ওই জমিতে তেমন ফসল হয় না বলেই মাছের ঘের করার উদ্যোগ নিয়েছি। কাজ শুরু করলেও আপাতত বন্ধ রেখেছি।”
বিডি প্রতিদিন/হিমেল