মোহাম্মদ সালাহ চান অন্তত ৩৯ বা ৪০ বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবল খেলতে। মিশরের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘অন স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড। তবে এটাও স্পষ্ট করে বলেছেন, যদি আগেই মনে হয় আর চালিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে নিজের মনকে শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়াবেন।
৩৩ বছর বয়সী সালাহ এ মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। গত মৌসুমে লিভারপুলের হয়ে ২৯ গোল ও ১৮টি অ্যাসিস্ট করে দলকে শিরোপা জয়ে সাহায্য করেছেন। এমন পারফরম্যান্সই তাঁকে আবারও প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি এনে দিয়েছে। বয়স সত্ত্বেও ফিটনেস ধরে রাখার বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুপ্রেরণা হিসেবে মানেন সালাহ। রোনালদো এখনো মাঠে দুর্দান্ত ফর্মে আছেন, যা সালাহকে আত্মবিশ্বাস জোগায় দীর্ঘ ক্যারিয়ার গড়ার জন্য।
সালাহ বলেন, 'খেলা তখনই থামিয়ে দেব যখন মন ডেকে উঠবে। তবে যদি আমার মতামত জানতে চান, তাহলে বলব ৩৯ বা ৪০ বছর পর্যন্ত খেলতে চাই।'
সম্প্রতি লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন সালাহ। তবে সৌদি ক্লাবগুলোর আগ্রহ এখনো তাকে ঘিরে রয়ে গেছে। সে প্রসঙ্গেও খোলাখুলি কথা বলেছেন এই মিসরীয় তারকা। তিনি বলেন, 'তাদের (সৌদি ক্লাব) সঙ্গে এখনো আমার ভালো সম্পর্ক আছে। সব সময় যোগাযোগ রাখছি। হ্যাঁ, আমরা আলোচনা করছি। জানি না, সামনে কী ঘটবে। তবে লিভারপুলে আমি সুখে আছি। আগামী দুই বছর এখানে থাকব। এরপর দেখব আমার কী করা উচিত।'
বিডি প্রতিদিন/মুসা