বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ থেকে ১৫ জুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসের সেই ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গ্রিন দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।
গ্রীষ্মকালীন মৌসুমে তিনি মেরুদণ্ডের অস্ত্রোপচার করান, যার ফলে মাঠের বাইরে ছিলেন। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে গ্লসেস্টারশায়ারের হয়ে মাঠে ফিরেই প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন। বর্তমানে তিনি কেবল ব্যাট করছেন, বোলিং করছেন না। হ্যাজেলউড বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেললেও সাইড স্ট্রেইনের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েন। এখন তিনি কাঁধের চোটে ভুগছেন।
অন্যদিকে, কামিন্স ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচটি টেস্টে অংশ নিলেও শ্রীলঙ্কার সফরে পায়ের চোটের কারণে খেলতে পারেননি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুনেমান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ