বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার ছিল নাটকীয়তার দিন। আবাহনীকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা হারানোর ক্ষতে প্রলেপ দিল বসুন্ধরা কিংস।
অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল।
ফাহিমের জোড়া গোল, উত্তপ্ত ম্যাচে জয় কিংসের
শুক্রবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগের ত্রয়োদশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও বসুন্ধরা কিংস। প্রথমার্ধেই সাবেক ক্লাব আবাহনীর জালে বল জড়ান কিংসের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন তিনি।
শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে মাঠ। কিংসের সোহেল, সাদউদ্দিন এবং আবাহনীর শাহিন আহমেদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ডাগআউটেও দেখা যায় উত্তেজনার রেশ।
এ জয়ে কিংস ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আর আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
সানডের জোড়া গোলে জয়রথ ছুটছে মোহামেডানের
এদিন, কুমিল্লায় পুলিশ এফসির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের জয়ে সবচেয়ে বড় অবদান নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডের, যিনি করেছেন দু’টি গোল। অপর গোলটি এসেছে মোজাফফর মোজাফফরভের পেনাল্টি থেকে।
৮৭ মিনিট পর্যন্ত ১-১ সমতা থাকলেও ৮৮ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। স্পটকিক থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন মোজাফফরভ। যোগ করা সময়ে সানডে করেন নিজের দ্বিতীয় গোল। এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান।
ঢাকা ওয়ান্ডারার্সের একমাত্র গোলেই জয়
দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। দলের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন আবু সুফিয়ান ইউসুফ সিফাত।
বিডি-প্রতিদিন/বাজিত