অস্ট্রেলিয়া প্রচণ্ড গরমে ক্রিকেট খেলতে গিয়ে মাঠেই এক ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার জুনাইদ জাফর খান।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার কনকর্ডিয়া কলেজ ওভালে ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাবের হয়ে ৪০ ওভার পর্যন্ত ফিল্ডিং করেন জুনাইদ। এরপর ব্যাটিংয়ে নেমে প্রায় সাত ওভার ব্যাট করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তখন তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।
তাৎক্ষণিকভাবে মাঠে জরুরি সেবার লোকজন পৌঁছায় এবং তাকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ হয়, এবং জুনাইকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনাটি চরম আবহাওয়ার মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ বাতিল করা হয়, এবং ৪০ ডিগ্রি ছাড়ালে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে ম্যাচ চলাকালে তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি থাকায় খেলা বন্ধ করা হয়নি।
বিডি প্রতিদিন/মুসা