মার্সেইয়ের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে পিএসজি। রবিবার ঘরের মাঠের এ জয়ে লিগ আর মুকুট ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেল পিএসজি। পুরো ম্যাচে ৬০ শতাংশ পজেশন ধরে রেখে আক্রমণেও আধিপত্য করে প্যারিসের দলটি। প্রথম গোল পেতেও দেরি হয়নি তাদের।
সপ্তদশ মিনিটে ফাবিয়ান রুইসের থ্রু বল ধরে বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন উসমান দেম্বেলে। দ্বিতীয় গোলেও জড়িয়ে রুইসের নাম। স্প্যানিশ এই মিডফিল্ডারের পাস পেয়ে কাছ থেকে গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই গোল পেয়ে যায় মার্সেই। বক্সের মধ্যে থেকে গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড গুইহি। তাদের ঘুরে দাঁড়ানোর আশাও উজ্জ্বল হয়।
কিন্তু নিজেদের ভুলেই জয় থেকে দূরে সরে যায় সফরকারীরা। ৭৬তম মিনিটে ডিফেন্ডার পল লিরোলা আত্মঘাতী হলে আর ম্যাচে ফিরতে পারেনি মার্সেই। ২৬ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ১৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।
বিডি প্রতিদিন/নাজিম