ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র তার শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কার্যক্রম থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা চালু করেছে।
মোহাম্মদ ইসলামি তেহরানে সংস্থার উৎপাদনশীলতার বর্তমান পর্যায় নিয়ে আলোচনার জন্য আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন।
তিনি বলেন, এই বিশাল প্রকল্পটি কার্যকরভাবে চালু করা হয়েছে এবং সরকারি সহায়তায় এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাহী সংস্থাগুলিকে উন্নত করা হয়েছে।
ইসলামি উল্লেখ করেছেন, গত দুই দশক ধরে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই ধরনের লক্ষ্য অর্জনের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। আমরা এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করছি।
গত ফেব্রুয়ারিতে বক্তব্য রেখে ইসলামি বলেছিলেন, সম্ভাবনা ২০৪১ সালের মধ্যে সক্রিয় করা হবে।
মঙ্গলবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান দেশটির সফল পারমাণবিক কর্মকাণ্ডের একটি উদাহরণ তুলে ধরে বলেন, দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গত ১০ বছরে ৭২ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে।
এর ফলে ১১০ মিলিয়ন ব্যারেলের সমতুল্য তেল সাশ্রয় হয়েছে। যেখানে স্থাপনার নির্মাণ ব্যয় প্রায় এক বিলিয়ন ইউরো ছিল।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল