আইপিএল ইতিহাসে নতুন এক নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বহু বছর ধরে ব্যর্থতার ছাপ থাকা এই দল এবার যেন একেবারে নতুন রূপে ফিরে এসেছে। ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত যেখানে ট্রফি অধরাই থেকে গিয়েছে, সেখানে এবার শুধু প্লে-অফেই ওঠা নয়, বরং একাধিক রেকর্ড ভেঙে নজির গড়ল বেঙ্গালুরু।
এই মৌসুমে সবচেয়ে বড় চমক এসেছে বেঙ্গালুরুর অ্যাওয়ে পারফরম্যান্স থেকে। বেঙ্গালুরু একমাত্র দল যারা এক মৌসুমে খেলেছে সাতটি অ্যাওয়ে ম্যাচ এবং প্রতিটিতেই জয় ছিনিয়ে এনেছে। এর আগে ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স অ্যাওয়ে ম্যাচে সাতটি করে জয় পেলেও, তারা খেলেছিল আটটি ম্যাচ এবং একটিতে হার মানতে হয়েছিল। সেই হিসেবে বেঙ্গালুরুই প্রথম দল যারা শতভাগ অ্যাওয়ে জয়ের রেকর্ড গড়েছে।
এই মৌসুমের শুরুতে ফাফ ডু প্লেসিকে দলে না রেখে নতুন অধিনায়ক হিসেবে রজত পতিদারকে দায়িত্ব দেয় আরসিবি। শুরুতেই কলকাতার বিরুদ্ধে জিতে নিজের দক্ষতার প্রমাণ দেন পতিদার। শেষ ম্যাচে তাঁর জায়গায় নেতৃত্ব দেওয়া জিতেশ শর্মাও দলকে জয় এনে দিয়ে দেখিয়ে দেন, নেতৃত্বের অভাব নেই বেঙ্গালুরুর ডাগআউটে।
২০১৫ সালের পর এই প্রথম, ৯ বছর পর লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করল আরসিবি। লিগ পর্বে মোট ১৯ পয়েন্ট অর্জন করে তারা পৌঁছে যায় দ্বিতীয় স্থানে। যা এই মৌসুমে তাদের ধারাবাহিকতা ও ফর্মের প্রমাণ।
বিডি প্রতিদিন/মুসা