ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর আগামী মাসেই প্রথমবারের মতো মাঠে নামবেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি, তবে ইনজুরির কারণে দলে নেই বেশ কয়েকজন তারকা- নেইমার, রদ্রিগো, এন্দরিক, জোয়েলিন্টন, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, এদার মিলিতাও এবং গোলরক্ষক এদারসনের মতো গুরুত্বপূর্ণ নাম।
আগামী ৬ জুন ইকুয়েডরের মাঠে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল, এরপর ১১ জুন নিজেদের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। গ্লোবোসহ একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সম্ভাব্য একাদশ সম্পর্কে ধারণা দিয়েছে।
গোলরক্ষক: ইনজুরির কারণে এদারসন না থাকায় গোলপোস্টের নিচে জায়গা প্রায় নিশ্চিত অ্যালিসন বেকারের। লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই অভিজ্ঞ গোলরক্ষক আনচেলত্তির প্রথম পছন্দ।
রক্ষণভাগ: সেন্টার ব্যাক হিসেবে পিএসজির মার্কুইনিয়োসকে নিশ্চিত ধরা হচ্ছে। তার সঙ্গী হতে পারেন ক্লাব সতীর্থ বেরালদো, যিনি একই দলের হয়ে রক্ষণ সামলাতে অভ্যস্ত। বিকল্প হিসেবে আছেন ফ্লামেঙ্গোর লিও অরিতিজ।
ফুলব্যাক পজিশনে ডান দিকে ভ্যান্ডারস ওয়েসলির চেয়ে এগিয়ে আছেন ফ্লামেঙ্গোর খেলোয়াড়। বাম প্রান্তে ইন্টার মিলানের হয়ে ভালো ফর্মে থাকা কার্লোস অগুস্তো অ্যালেক্স সান্দ্রোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন।
মিডফিল্ড: ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর জায়গা একাদশে প্রায় নিশ্চিত। তার সঙ্গে ব্রুনো গুইমারেসকেও দেখা যেতে পারে আক্রমণাত্মক ভূমিকায়। নিষেধাজ্ঞার কারণে রাফিনিয়া না থাকায় মিডফিল্ডে আরও একজনের জায়গা তৈরি হয়েছে। সেই জায়গায় সুযোগ পেতে পারেন গারসন, এদারসন, আন্দ্রেয়াস পেরেইরা অথবা আন্দ্রে।
আক্রমণভাগ: আক্রমণে বাঁ প্রান্তে থাকবেন আনচেলত্তির প্রিয় শিষ্য ভিনিসিউস জুনিয়র। ডান প্রান্তে আছেন রিয়াল বেতিসে দুর্দান্ত ছন্দে থাকা অ্যান্টনি। স্ট্রাইকার হিসেবে রিচার্লিসনকে এগিয়ে রাখা হচ্ছে, যদিও তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ম্যাথিয়াস কুনিয়া।
১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন রাফিনিয়া। ফলে তার জায়গা নিশ্চিত করতে হলে মিডফিল্ড বা আক্রমণভাগ থেকে কাউকে জায়গা ছেড়ে দিতে হবে।
আনচেলত্তির সম্ভাব্য একাদশ (ইকুয়েডরের বিপক্ষে):
গোলরক্ষক: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: মার্কিনিয়োস, বেরালদো, লিও অরিতিজ, কার্লোস অগুস্তো
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, গারসন
আক্রমণভাগ: ভিনিসিউস জুনিয়র, অ্যান্টনি, রিচার্লিসন
বিডি প্রতিদিন/মুসা