ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকাকেও বাগে পেয়ে হারাতে পারল না বাংলাদেশ। একাধিক ক্যাচ ও রান আউট হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে টাইগ্রেসদের। স্বর্ণা আক্তারের হাফ-সেঞ্চুরিতে ২৩২ রানের পর মাত্র ৭৮ রানের মধ্যে প্রোটিয়াদের ৫ উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ উইকেটে হারতে হয়েছে নিগার বাহিনীকে। রোমাঞ্চকর ম্যাচে তিন বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা। ৭৮ রানের ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এর পর এই চাপ আর ধরে রাখতে পারেনি টাইগ্রেস বোলাররা। ষষ্ঠ উইকেটে মারিজান ক্যাপ ও ক্লোয়ি ট্রায়নের ৮৫ রানের জুটিতে ম্যাচ বের করে নেয় প্রোটিয়ারা। পরে দুটি ত্রিশোর্ধ জুটিতে লক্ষ্যে পৌঁছে যায় তারা। শেষের দিকে একাধিক ক্যাচ ও রান আউট মিস করেছে নিগার বাহিনী।
এর আগে গতকাল ভারতের বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের রেকর্ড গড়া ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় নিগার সুলতানার দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে বাংলাদেশ। দলের হয়ে শেষের দিকে ৩৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন স্বর্ণা। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি। তিন ছক্কা, তিন চারে ইনিংসটি সাজান টাইগ্রেস এই ব্যাটার। বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও এটি। ওয়ানডে ম্যাচে স্বর্ণার তিন ছক্কাও দলের জন্য নতুন একটি রেকর্ড। এর আগে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ দুটি ছক্কা মেরেছিলেন নিগার সুলতানা। ওয়ান ডাউনে সুপ্তা ব্যাটিং করেন ধীরলয়ে। ৭৭ বলে ব্যক্তিগত ৫০ রানে রান আউট হন।
জয়ে এবারের টুর্নামেন্ট শুরুর পর টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। উল্টো অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার। হারে শুরুর পর টানা তিন ম্যাচ জিতল তারা। এর মধ্য দিয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। আর ছয়ে থাকা বাংলাদেশের সমান ম্যাচে ২ পয়েন্ট।