বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫। গতকাল বিকালে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারিনার স্কোয়াশ কোর্টে এর উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিনুল করিম, উর্মি গ্রুপের পরিচালক ফায়েজ রহমান ও তুরাগ একটিভের সিও আহমেদ মনসুর।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত চার বছর দেশে স্কোয়াশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামনে সুদিন আসবেই। তবে এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস। স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের এবারের আসর যারা স্পনসর করছেন তাদের অসংখ্য ধন্যবাদ।’
দেশে ক্রিকেট ও ফুটবলের বাইরের ফেডারেশন এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রিকেট ও ফুটবলের বাইরে আরও অনেক ফেডারেশন রয়েছে। কিন্তু আমাদের যে বাজেট তাতে সবাইকে সহযোগিতা করা সম্ভব হয় না। দেশের স্পোর্টসের ইকো সিস্টেম ঠিক করতে হবে। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার খেলাধুলায় বাজেট বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। শুধু সরকার নয়, এর জন্য বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।’ বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম বলেন, ‘আমাদের নিজস্ব কোনো কোর্ট নেই। কিন্তু আমাদের স্বপ্ন বড়। সে স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের স্বপ্নসারথি হয়েছে বসুন্ধরা গ্রুপ।’
বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিনুল করিম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগেই দেশে স্কোয়াশকে পুনরুজ্জীবিত করতে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। সে লক্ষ্যেই আগামী পাঁচ বছরের জন্য স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ; যাতে তারা বসুন্ধরা স্পোর্টস সিটি কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে পারে। যা আমাদের চেয়ারম্যানের স্বপ্ন।’