প্রাণবন্ত হাসি, খেলাধুলার মাঠে দৌড়ঝাঁপ আর স্বপ্নভরা চোখ- সব থেমে গেল মাত্র ষোলো বছর বয়সেই। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর থেকেই অসুস্থ হয়ে পড়ে সে । যশোর ও ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেনি। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে কিডনিতে জটিলতা দেখা দেয়। আর সেই জটিলতার সঙ্গেই হেরে যায় এই ক্রীড়াবিদ। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের নাতনি ছিল সুস্মিতা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিটি ক্ষেত্রেই ছিল তার অসাধারণ প্রতিভা। বিশেষ করে ফুটবলে তার নেতৃত্বগুণ ও দক্ষতা তাকে মেহেরপুরে পরিচিত করেছিল।
জেলা নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে পরিচিতি এনে দেয়। সুস্মিতার নানা আবদুস সালাম জানান, ‘প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।’ মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গতকাল দাফন সম্পন্ন হয়েছে।