ভারতের বিপক্ষে নামতে প্রস্তুত জামাল ভূঁইয়ারা। ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে হার ও দুই ম্যাচ ড্র করে এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। তার পরও ভারতকে হারাতে পারলে সব হতাশা কেটে যাবে। এক জয়ই হবে ফুটবলে বড় পাওয়া। কেননা, দীর্ঘ সময় ধরে ভারতের বিপক্ষে জয় নেই বাংলাদেশ জাতীয় দলের। ১৯৯৯ সালে সাফ গেমসে নির্ধারিত সময়ে জয় ও ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে জিতেছিল বাংলাদেশ। এরপর দুটি ড্র হলেও বাকিগুলোয় শুধু হার আর হার। হামজাদের মতো ফুটবলাররা খেলার পরও এশিয়ানকাপ বাচাই পর্বে বাংলাদেশের ফল হতাশার। তার পর যদি ঘরের মাঠে ভারতকে না হারাতে পারে তা হবে বড় ধাক্কা।
ভারতও এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলতে পারবে না। তাই ১৮ নভেম্বর ম্যাচের গুরুত্ব তাদের কাছে ততটা নেই। এ জন্যই তারুণ্যনির্ভর দল পাঠিয়ে পরীক্ষা করতে চাচ্ছে। তুলনামূলক শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কোনোভাবেই ভারতকে হারানোর সুযোগ হাতছাড়া করতে চান না জামালরা। যদি না পারেন কবে পারবেন না তার নিশ্চয়তা নেই। ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।
গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুশীলনে নামার আগে ক্যাম্পে ডাক পেয়েছেন আরেক প্রবাসী ফুটবলার বসুন্ধরা কিংসের কিউবা মিচেল। সঙ্গে ফর্টিস এএফসির মোরশেদ আলীও। তাই নেপালের বিপক্ষেই জাতীয় দলে অভিষেক হতে পারে মিচেলের। নেপালের বিপক্ষে ম্যাচ দেখে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করবেন কাবরেরা। তা দেখেই তিনি ভারতের বিপক্ষে দল সাজাবেন। হংকংয়ের বিপক্ষে জাতীয় দলে মিচেল ডাক না পাওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। মনে হচ্ছিল এবারও তিনি উপেক্ষিত থাকবেন। হঠাৎ করেই দুজনকে ডাকা হলো কেন? দলীয় সূত্রে জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ইনজুরিতে রয়েছেন। তাদেরই জায়গায় দুজনকে ক্যাম্পে নেওয়া হয়েছে।
ইংলিশ চ্যাম্পিয়নশিপে সান্ডারল্যান্ডে খেলা বাংলাদেশি বংশো™ভূত কিউবা মিচেল জাতীয় দলে খেলবেন এনিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ১৯ বছর বয়সি এ মিডফিল্ডার ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসে নাম লেখানোর পর এনিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। অনূর্ধ্ব-২৩ দলে তাকে খেলানো হলেও জাতীয় দলে ডাকা হচ্ছিল না। জানা গেছে, কোচের আগ্রহ না থাকলেও বাফুফের উঁচুমহলের হস্তক্ষেপে অবশেষে মিচেলকে ডাকা হলো। কার্ড থাকায় ইতালির প্রবাসী ফাহমিদুল ইসলাম ভারতের বিপক্ষে খেলতে পারছেন না। হামজা, সামিত ও জারান খেলবেন। এর মধ্যে মিচেল যোগ হলে ভারতের বিপক্ষে স্মরণকালের সেরা দলের দেখা মিলবে অনেকে মনে করেন। দেখা যাক কিউবা মিচেলের গায়ে স্বপ্নের জার্সি উঠবে কবে?