২০২৫ সাল শেষের আগেই ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
তিনি বলেন, আমরা বর্তমানে পুতিনের ভারত সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, যা এই বছরের শেষের আগে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি এটি একটি অর্থবহ সফর হবে।
রাশিয়া ও ভারতের শ্রম সংশ্লিষ্ট চুক্তি সইয়ের প্রস্তুতি সম্পর্কে পেসকভ আরও বলেন, ভারতের সাথে যে সমস্ত চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে, আমরা যথাসময়ে তা ঘোষণা করব।
এ সফর নিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়া-ভারত শীর্ষ সম্মেলনে চুক্তি সইয়ের জন্য নথি প্রস্তুত হচ্ছে। আগামী বছরগুলোতে রাশিয়ায় আরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করতে পারবেন।
বিডি-প্রতিদিন/শআ