স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমের শুরুতে একের পর এক ম্যাজিক্যাল পারফরম্যান্স করেই যাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি। প্রথম ম্যাচে তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা। রবিবার গভীর রাতেও এমবাপ্পে ম্যাজিক দেখলেন সমর্থকরা। তার ডাবলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ম্যাচের ৩৭ ও ৮৩ মিনিটে দুটি গোল করেন। এ ছাড়া রিয়ালের পক্ষে একটি গোল করেন ভিনিসাস জুনিয়র। টানা দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা দুই জয় পেয়েছে বার্সেলোনা এবং ভিয়ারিয়ালও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ভিয়ারিয়াল। রবিবার তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জিরোনাকে।
বার্সেলোনা টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। নতুন মৌসুমে বার্সা-রিয়ালের শিরোপার লড়াই আরও কঠিনই হতে যাচ্ছে!