ইউরোপীয় বাছাইয়ের ‘এ’ গ্রুপে দারুণ জয় পেয়েছে জার্মানি। শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঘরের মাঠে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
চমৎকার ফ্রি কিকে দলকে পথ দেখান ডিফেন্ডার ডেভিড রাউম। এগিয়ে যাওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠে জার্মানি। বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা লুক্সেমবার্গকে পুরোপুরি কোণঠাসা করে রেখে বড় জয় আদায় করে নিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেলেও ভিএআরে বাতিল হয় জার্মানির প্রথম গোল। তবে ১২তম মিনিটে দারুণ এক বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে নেন ডেভিড রাউম। ২০তম মিনিটে লুক্সেমবার্গ ডিফেন্ডার কার্লসেন হ্যান্ডবল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, আর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জসুয়া কিমিখ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল করে জার্মানি। ৪৮তম মিনিটে জিনাব্রি এবং দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে কিমিখ স্কোরলাইন দাঁড় করান ৪-০। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। একই রাতে নর্দান আয়ারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়াকে। ফলে এই তিন দলেরই পয়েন্ট এখন সমান ৬।
বিডি প্রতিদিন/নাজিম