চিলিতে চলমান ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর খেলা শেষ। এখন কোয়ার্টার ফাইনালের লড়াই। গতকাল ইতালিকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের যুবারা। এতে টানা পঞ্চমবারের মতো এ পর্বে খেলার কীর্তি গড়েছেন তারা। অন্যদিকে আফ্রিকার দল মরক্কো গত রাতে এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। চার কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে স্পেনের বিপক্ষে কলম্বিয়া এবং মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে। পরদিন নরওয়ে ফ্রান্সের এবং মরক্কো মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
এর আগে শেষ ষোলোয় নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বিয়া, প্যারাগুয়ের বিপক্ষে নরওয়ে এবং জাপানকে হারিয়েছে ফ্রান্স।