ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
শুক্রবার ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬.৭ মাত্রার আরেক ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে প্রথম ভূমিকম্পে।
প্রতিবেদন মতে, প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো বহু লোককে সরিয়ে নেয়া হয়। পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিওন জানিয়েছেন, ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিমে পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিক নিহত হয়েছেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়েছে। এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/শআ