সিরিজে ফেরার বিকল্প কোনো পথ নেই মেহেদি হাসান মিরাজদের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনতে আজ জিততে হবে। জিতলেই সিরিজে ফিরবে মিরাজ বাহিনী। সুযোগ সৃষ্টি হবে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ নেওয়ার। হাশমতউল্লাহ শাহিদি, আজমতউল্লাহ কামারজাই, রশিদ খান, মোহাম্মদ নবীদের আফগানিস্তানের কাছে ২০২৩ ও ২০২৪ সালে টানা দুটি সিরিজ হেরেছেন টাইগাররা। মরুশহর আবুধাবিতে মিরাজদের এবার সুযোগ আছে টানা দুই সিরিজ হারের প্রতিশোধ নিয়ে সিরিজ জয়ের। বাংলাদেশ ও আফগানিস্তানের এটা পঞ্চম ওয়ানডে সিরিজ। ২০১৬ ও ২০২২ সালে টানা সিরিজ জিতেছিল বাংলাদেশ। আশ্চর্য হলেও সত্যি, আগের চারটি সিরিজের ব্যবধানই ২-১। আবুধাবিতে এবার বাংলাদেশ খেলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ৫ উইকেটে হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। দ্বিতীয় ওয়ানডে আজ। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। দলের সঙ্গে আজ যোগ দেবেন বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ভিসা জটিলতায় প্রথম ওয়ানডে খেলতে পারেননি। একই অবস্থা হয়েছিল টি-২০ সিরিজেও। স্কোয়াডে সুযোগ পাওয়ার পরও ভিসা জটিলতায় যেতে পারেননি সৌম্য সরকার। টি-২০ এশিয়া কাপের পর দেশে ফেরেননি টাইগাররা। রয়ে যান। শারজাহতে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলেন ক্রিকেটাররা। টি-২০ ক্রিকেটের নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলেননি পাঁজরের ব্যথায়। দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলি অনিক। টি-২০ এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জাকের। টি-২০ সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজ খেলছে। প্রথম ম্যাচে ২২১ রান করে মিরাজ বাহিনী। সেই রান অনায়াশে টপকে যায় আফগানিস্তান ১৭ বল হাতে রেখে। ম্যাচটিতে ১০১ রানের জুটি গড়েন অধিনায়ক মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন। মিরাজ ৬০ ও হৃদয় খেলেন ৫৬ রানের ইনিংস। ৩৯ ওয়ানডে ক্যারিয়ারে হৃদয়ের এটা টানা তৃতীয় হাফ সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ম্যাচে টানা হাফ সেঞ্চুরি করেছিলেন হৃদয়। তানজিম সাকিব দারুণ বোলিং করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ ছিলেন উইকেটশূন্য। আজ একাদশে হয়তো ফিরতে পারেন মুস্তাফিজ।
ওপেনিংয়ে তানজিদ তামিমের বদলে খেলতে পারেন পারভেজ হোসেন ইমন। দুই দল এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলেছে। বাংলাদেশের জয় ১১ ও আফগানিস্তানের ৯টি।