গাইবান্ধার সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদরাসার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।
এরমধ্যে মো. আতোয়ার রহমান গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক। অপর আহত আলমগীর হোসাইন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
আহত মো. আলমগীর হোসাইন বলেন, ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলাম। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান। মো. আতোয়ার রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের সদস্য মেম্বার মো. আলমগীর হোসেন দুর্ঘটনা ও রাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম