কেমন হবে কিউবা মিচেলের অভিষেক। আজই তিনি বসুন্ধরা কিংসের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন। ঘরোয়া কোনো আসরে নয়। এএফসি চ্যালেঞ্জ লিগে বাছাই পর্ব ম্যাচে সিরিয়ার আল-মাহোর বিপক্ষে তার অভিষেক। ইংলিশ ফুটবলে সান্তারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এ ফুটবলার কিংসে নাম লেখানোর পর থেকেই ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন কবে দেখা যাবে তাকে। অপেক্ষার অবসান ঘটছে আজই। কিংসের হয়ে প্রথম ম্যাচটি খেলবেন বিদেশি দলের বিপক্ষে। শুরুটা কেমন হবে তার, এ নিয়েও আগ্রহের কমতি নেই।
কিউবা মিচেল ঢাকায় কিংসের হয়ে অনুশীলন করেননি। শনিবার তিনি সরাসরি কাতারে পৌঁছান। সেখানেই তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানালেন, বয়স কম হলেও মিচেল দক্ষ ফুটবলার। আমরা তাকে নিয়ে আশাবাদী। কাতারে যেতে পারেনি। আমাকে জানানো হয়েছে সবাই মিচেলের অনুশীলন দেখে মুগ্ধ। দলের হয়ে বড় ভূমিকা রাখতে পারবে। আমি ভিডিওতে ওর অনুশীলন দেখলাম। সত্যিই ওকে আলাদা মনে হয়েছে। শুরুতে দলের সঙ্গে মানিয়ে নিয়ে মিচেল ভালো খেলবে আশা রাখি। মিচেল ছাড়াও আজ কিংসে অভিষেক হতে পারে বিদেশি তিন ফুটবলার টনি, সানডে ও রাফায়েলের। কিংসের জার্সিতে তাদের অভিষেক কেমন হয় সেদিকেও নজর রাখবেন ফুটবলপ্রেমীরা। নতুন কোচ সার্জিও ফারিয়াসেরও অভিষেক আজ।