আগামী দুই মাসের জন্য থাইল্যান্ডের প্যাটারাথোর্ন পাসারাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। মূলত আসন্ন এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এসএ গেমসকে সামনে রেখে টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে এ কোচকে আনা হচ্ছে। থাই এ কোচের সঙ্গে চুক্তি স্বল্পমেয়াদি হলেও পারফরম্যান্স সন্তোষজনক হলে মেয়াদ বাড়ানোর ভাবনা আছে ফেডারেশনের।
২৫ বছর বয়সি কোচ প্যাটারাথোর্ন পাসারার আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার লম্বা নয়। ২০২২ সালের এপ্রিলে সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে থাইল্যান্ড পুরুষ দলের হয়ে সোনা জিতেছিলেন তিনি। এ ছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপেও পান সাফল্য। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ জানিয়েছেন, এ কোচের পাশাপাশি বিদেশি সহকারী কোচ ও প্র্যাকটিস পার্টনার আনার পরিকল্পনাও আছে তাদের।