চিলিতে চলছে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষের পথে। দারুণ লড়াই হয়েছে এ স্টেজে। এর মধ্যে আধিপত্য দেখিয়ে রাউন্ড ১৬ নিশ্চিত করেছে জাপান, মরক্কো, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া নকআউট খেলার দৌড়ে রয়েছে ব্রাজিল, চিলি, নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, পানামা, মেক্সিকো, ইতালি, ফ্রান্সের মতো দলগুলো। এশিয়ার দলগুলোর মধ্যে একমাত্র আধিপত্য দেখিয়েছে জাপান। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের ছিটকে পড়ার অবস্থা। ‘এ’ গ্রুপে মিসর ও চিলিকে হারিয়ে সবার শীর্ষে রয়েছে জাপান। রানার্সআপ হওয়ার লড়াই করছে স্বাগতিক চিলি ও নিউজিল্যান্ড। নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনাও। ‘ডি’ গ্রুপে কিউবা ও অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে মেসির দেশের যুবারা। কিন্তু জাতীয় দলের মতো ব্রাজিলের যুবাদের সময়টাও ভালো যাচ্ছে না। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মরক্কোর কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে সেলেকাও যুবারা। ২-১ গোলে হেরে ছিটকে যাওয়ার পথে তারা। প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল ব্রাজিল। অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে পরবর্তী রাউন্ড খেলা নিশ্চিত করেছে মরক্কো। স্পেন আছে তলানিতে।
আজ স্প্যানিশদের প্রতিপক্ষ সেলেকাওরা। এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের নকআউটে খেলার সমীকরণ। ‘ই’ গ্রুপে আধিপত্য করছে যুক্তরাষ্ট্র। নিউ ক্যালিডোনিয়া ও ফ্রান্সকে উড়িয়ে রাউন্ড ১৬ নিশ্চিত করেছে তারাও।