গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জন সাহায্যপ্রার্থীও রয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন আরও ৫৫৪ জন। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।
এছাড়া, পূর্ববর্তী ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপের নিচ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০ হাজার ৩৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জন।
গত ২৭ মে থেকে ইসরায়েল নতুন ত্রাণ বিতরণ পদ্ধতি চালু করার পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৮৩ জন সাহায্যপ্রার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯ হাজার ২১৮ জনের বেশি। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/নাজিম