শুক্রবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে চার দিনব্যাপী ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসির। স্বেচ্ছাসেবক হোসাইন মোহাম্মদ রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মনবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নবনিযুক্ত সেক্রেটারি আতাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আশরাফুল হক লিংকন এবং সদস্য আশরাফুল ইসলাম তপু।
এছাড়া ফ্যাসিলিটেটর শরিফুল হাসান সৌরভ, ইমন মিয়া এবং রূপম সূত্রধর প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। প্রশিক্ষণে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ইমন ও মাহিমা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠান শেষে ২৫ অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ