বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, ধর্ম নিয়ে ব্যবসা করবেন না, ধর্মের নামে রাজনীতি করবেন না। ইসলামকে বিক্রি করবেন না।
তিনি আজ শনিবার বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের ডাকবাংলার মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, এ দেশে নানা ধর্ম বর্ণের মানুষ আছে। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে প্রিয়। কারো প্রতি জুলুম করা যাবে না।
বাজিতপুর উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন ইমাম উলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মামুন।
ইসলামী মহাসম্মেলনে বয়ান করেন মাওলানা সাজিদুর রহমান, শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, শায়খুল ফুনুন ড. ইরফান বিন তোরাব আলী, হাফিজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আলী হাসান উসামা ও মুফতি ক্বারী শফিউল্লাহ।
মাহফিল সঞ্চালনা করেন ইমাম উলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলাওয়ার হোসাইন নূরী।
বিডি প্রতিদিন/হিমেল