দিনাজপুর পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে নতুন গার্বেজ ভ্যান সংযুক্ত করা হয়েছে। এসব ভ্যানে পৌর এলাকার আবর্জনা সংগ্রহ ও অপসারণ করা মাধ্যমে পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।
শনিবার দুপুরে দিনাজপুর পৌরসভা চত্বরে ২৪টি গার্বেজ ভ্যান ও ১৫টি গার্ডেন কার্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই পদক্ষেপের ফলে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ হবে, পরিবেশের উন্নতি ঘটবে এবং পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে। নতুন গার্বেজ ভ্যানগুলো শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৌরসভার নাগরিকদের তিনি যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার অনুরোধ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের পৌর প্রশাসক মো. রিয়াজউদ্দিন, পৌরসভার কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল