শেরপুর জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৮০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় শেরপুর শহরের মাধবপুরে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা পূজা আয়োজকদের পৌঁছে দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন এবং অন্যান্য নেতাকর্মীরা।
মন্দির কমিটির নেতারা এই আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।
বিডি প্রতিদিন/জামশেদ