নেপিয়ার ঘাস ভর্তি ভ্যানে পাচার করার সময় ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শারমারা গ্রামের আমিনুর রহমান শেখ (৩৫) ও একই গ্রামের ময়নুল হক (৩৩)।
আটককৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে গাঁজার একটি বড় চালান গাইবান্ধায় আসে। সেখান থেকে কৌশলে বগুড়ার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করা হয়।
এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বোচারপুকুর এলাকায় অবস্থান নেন। রাত সাড়ে ৯টার দিকে নেপিয়ার ঘাস ভর্তি একটি ভ্যান গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় ওই ভ্যানে রাখা সাতটি প্যাকেট থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল