ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা গনাসাসর এলাকায় ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক জে এইচ মজকুরী অনু, সহ-সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল মোতালেব মন্ডল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, বাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রায়হেন, শফিউল্লাহ খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ কবির, দপ্তর সম্পাদক শাহ কামাল, যুব সম্পাদক জুয়েল মিয়া, প্রচার সম্পাদক আসাদুজ্জামান ও আজিজার রহমান মাষ্টারসহ অন্যান্য নেতা ও সাংগঠনিক সদস্যরা।
বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবি গাইবান্ধা ও রংপুর বিভাগের আট জেলার মানুষের দীর্ঘদিনের। এই টানেল বাস্তবায়িত হলে অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং উত্তর বঙ্গের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। টানেল বাস্তবায়ন কমিটি প্রায় ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে এ প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করে আসছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, গাইবান্ধা বাসী দীর্ঘদিন ধরে উন্নয়নের বৈষম্যের স্বীকার। দেশের ৬৪ জেলার মধ্যে উন্নয়নের দিক থেকে গাইবান্ধা জেলা পিছিয়ে রয়েছে। তারা বলেন, আমাদের সন্তানরা বৈষম্যহীন বাংলাদেশ দেখার অধিকার রাখে। বক্তারা গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান।
বক্তারা আরও ঘোষণা দেন, বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখবেন।
বিডি প্রতিদিন/হিমেল