বগুড়ায় দিনব্যাপী ৪১৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সামছুল আলম। তিনি বলেন, শিশু-কিশোর ও শিক্ষার্থীরা যেন মোবাইলে আসক্ত না হয়ে পড়ে, সেজন্য পড়াশোনার পাশাপাশি তাদের স্কাউটিংয়ে যুক্ত করতে হবে। এই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের শরীর ও মন ভালো থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা মিতব্যয়ী হবে এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। ফলে দেশ ও জাতির কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু জাফর খান। কোর্স লিডার ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক ড. খান মহিনুদ্দিন আল মাহমুদ সোহেল।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রুমি কিসলু, সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান, আনিসুল কিবরিয়া, শফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার সাধারণ সম্পাদক আতিকুল আলম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, জমিয়াতুল মোদার্রেসিন বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী, মহাস্থান শাহ সুলতান বলখী (র.) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, স্কাউটস এর আঞ্চলিক উপ-কমিশনার আব্দুল ওয়াহেদ, কমিশনার সাইদুজ্জামান, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল উদ্দিন আকন্দ, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম প্রমুখ।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত কোর্সে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী ও রংপুর বিভাগের ফাজিল, কামিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল