চাঁদের দিকে তাকালে- মন বলে যাই যাই
তোমার দিকে ছুটে যাই।
জ্ঞানশূন্য দিকে নক্ষত্রগুলো মিলিয়ে যাচ্ছে
জেগে থাকা চোখে।
লাটিম ঘুরছে, ঘুম ঘুম নেত্রে
প্রিয় হাসনাহেনা,
জারুল ভেজা চৈত্রে কৃষ্ণচূড়ার জন্য দরজা খোলো
জাহাজ ছুটছে পোড়া মেঠো বনে, বইছে দাবানল-
তুমি ছাড়া সবই নির্মীলিত মিথ্যে।
যদি ধ্বংস হয় বিশ্বধরা প্রাণের শেষবিন্দু
জেনে নিও সেই চিঠিতে
মৃত্যুর বুকে লিখে রাখি, প্রিয় হাসনাহেনা
তোমার বুকে রেখে দিয়েছি যে চিহ্ন
সেই স্মারকের মৃত্যু নাই।
যে বীজ রেখেছি তোমাকে ঘিরে চিঠিতে, কবিতায়
হৃদয় ছুঁয়ে বৃক্ষ হয়ে দৃশ্যমান হোক সম্ভাব্যতার ধরায়।