ফের খুঁজে ফিরি নক্ষত্র সকাল
বহুপথ ঘুরে ফিরে ফিরতি বিকেলে
পড়শি বিল থেকে তুলে নিই
একটি শাপলা কিংবা কিছু বালকসময়।
সমবয়সিরা-
বহুপথ পাড়ি দিয়ে চলে গেছে
গ্রাম বিকোতে বাজারে।
সব বিক্রি শেষ হলে পড়তি বেলায়
প্রত্যাশিত স্বাদ নিতে ফিরে এলে-
গ্রাম কারণ বর্ণনা করে নগরের।