গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. ছরোয়ার হোসেন মোড়ল (৩০) তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত। এই যুবকের একমাত্র ভরসা ছিল ছোট্ট একটি দোকান। কিন্তু চোরচক্র সেই আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। জানা গেছে, ছরোয়ারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা আলাউদ্দিন মোড়ল। সংসার ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সম্প্রতি বাড়ির পাশে একটি ছোট দোকান চালু করেন ছরোয়ার। গত ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকা থেকে ফিরে তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন। পরদিন সকালে গিয়ে দেখেন দোকানের তালা ভেঙে সব মালামাল চুরি হয়ে গেছে।
অসহায় এই পরিস্থিতি তুলে ধরে ছরোয়ার ফেসবুক লাইভে এসে বলেন, ‘আমি একজন ক্যানসার রোগী। সংসার চালাতে টং দোকান দিয়েছিলাম। কিন্তু এলাকার মাদকাসক্তরা আমার দোকানের তালা ভেঙে সবকিছু নিয়ে গেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়, যা নজরে আসে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের। তিনি গত বুধবার সন্ধ্যায় ছরোয়ারের দোকানে গিয়ে খোঁজখবর নেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন। ইউএনও বলেন, উপজেলা সমাজসেবার মাধ্যমে সরকারি অনুদানসহ যেসব সহায়তা দেওয়া যায় সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাই তথ্যপ্রমাণসহ আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানাব। ওসি মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি মানবিক দিক থেকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।