শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির এক অভূতপূর্ব পরিবেশে সম্পন্ন হয়েছে চিটাগাং বিভাগের বার্ষিক বনভোজন ও মেজবানী ফেস্ট। ক্যালগেরি'র নর্থ গ্লেনমোড় পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে।
দিনব্যাপী এই বনভোজনে প্রবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠেছিল অন্য রকম এক মিলনমেলায়।
প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ছোট শিশু কিশোর আর পরিবার পরিজনের মিলন মেলার সাথে বাড়তি যোগ হয়েছিল ঐতিহাসিক চিটাগাং এর মেজবান খাবার ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
দিনব্যাপী এই বোনভোজনে ছিল ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা, ছিল বড়দের বিভিন্ন ধরনের খেলা। পরিশেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন