গণ অভ্যুত্থান-পরবর্তী দীর্ঘ এক বছরেও কর্মচারীদের পদোন্নতি নিষ্পত্তি না হওয়ার অভিযোগ এনে বিক্ষুব্ধ হয়েছেন সরকারি কর্মচারীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সংগঠন ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ’-এর কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ গতকাল শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে মহাসচিব মো. বেল্লাল হোসেনসহ জেলা, বিভাগীয় ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মচারী পদোন্নতির জটলা, আয়-ব্যয় নীতিমালা-২০২৫ কর্মচারীদের বঞ্চিত ও বেসরকারি কর্মচারীদের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে বক্তব্য দেন।
মহাসচিব অভিযোগ করেন, ফ্যাসিস্ট পলায়ন-পরবর্তী বিগত এক বছরে মন্ত্রণালয়-বিভাগসহ সব দপ্তর সংস্থার অনিষ্পন্ন ও বঞ্চিত সব পদোন্নতি নিষ্পত্তি করা হয়। এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে নজির স্থাপন করা হলেও ব্যতিক্রম মাউশি। গত বছরের ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে শূন্যপদে ৮৬ জন কর্মচারীকে নিয়োগবিধির শর্তানুযায়ী সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির সুপারিশ করা হলেও কর্তৃপক্ষের অবহেলা এবং যথাযথ উদ্যোগের অভাবে প্রায় ১ বছরেও পদায়ন নিষ্পত্তি হয়নি।