সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার একটি ভবন প্রথমে দখলে নেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা, পরে এক ছাত্রদল নেতা সেটি দখলে নেন। মালিক পক্ষের আইনি লড়াইয়ের মাধ্যমে সাত বছর পর পুলিশের সহযোগিতায় বাড়িটি উদ্ধার হয়েছে। মঙ্গলবার বাড়িটি দখলমুক্ত হওয়ায় মালিক পক্ষ কৃতজ্ঞতা সভার আয়োজন করেন। জানা গেছে, প্রবাসী মো. আলম বেগ শামীমাবাদ এলাকায় ২০০৪ সালে একটি ভবন নির্মাণ করেন। তিনি স্ত্রীসহ যুক্তরাজ্যে চলে গেলে ২০১৮ সালে বাড়িটি দখলে নেন যুবলীগ নেতা শামীম খান ও ছাত্রলীগ নেতা তুষার আহমদ। ৫ আগস্টের পর শামীম ও তুষার এলাকা ছাড়লে বাড়িটির দখল নেন সিলেট মহানগর ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক এস এম ফাহিম। চলতি বছর আলম বেগের বড় ছেলে সোহেল বেগ দেশে ২ জুন কোতোয়ালি থানায় এস এম ফাহিম, মো. শামীম খান, তুষার আহমদ, আবুল কাশেম, আবদুল্লাহ আল মামুন, সৈয়দ জুবায়ের আহমদ ও সৈয়দ জিলহাজ আহমদের নামে মামলা করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে সিলেট মহানগর পুলিশ। বাড়ির মালিক সোহেল বেগ বলেন, যুবলীগ, ছাত্রলীগ আর ছাত্রদল নেতারা আমাদের সম্পত্তি দখল করে রেখেছিলেন। আমরা আইনি পথেই বাড়ি ফিরে পেয়েছি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম বলেন, আমরা সমস্ত কাগজপত্র যাচাই করে নিশ্চিত হয়েছি, বাড়িটির প্রকৃত মালিক সোহেল বেগ। এরপর বাড়িটি দখলমুক্ত করা হয়েছে।