ময়মনসিংহে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের বাড়ি সুন্দর মহলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে কুটুমবাড়ি রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ নির্মাণের প্রতিবাদে এ ভাঙচুর চালানো হয়। গতকাল বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ ক্ষুব্ধ জনতা এ ভাঙচুর চালান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫ আগস্টের পর সুন্দর মহলকে দালাল মহল হিসেবে চিহ্নিত করা সাইনবোর্ড টানানো হয়। সম্প্রতি এ বাড়িতে কুটুমবাড়ি নামে একটি রেস্টুরেন্ট করার জন্য নির্মাণকাজ শুরু হয়। এ নিয়ে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল সেখানে হামলা চালানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর চেষ্টা করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেটি ভেঙে দিয়েছে।
মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল সেলিম জানান, সুন্দর মহলে অবস্থিত দলীয় কার্যালয়টি আরও আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। এরশাদ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। শুনেছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।