রাজধানীর বিভিন্ন এলাকায় গত সাত দিনে ঝটিকা মিছিলবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৫৬ নেতাকে-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল এ তথ্য জানান ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারদের মধ্যে মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার আসামি। মোহাম্মদ জাকির হোসেন সাগর ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় করা মামলার আসামি। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক ইমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা দলবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা রোধে এবং দেশকে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রয়েছে।