বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানিক দলের কনস্টেবলসহ তিনজন জখম হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানিয়েছেন।
গুরুতর জখম তিনজন হলেন কনস্টেবল মো. ইমরানসহ সাগর ও শাওন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার বলেন, বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হারুন খা এর ফার্মের বাগানে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এতে মাদক ব্যবসায়ীদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছেন কনস্টেবল ইমরানের। সাগর ও শাওনও গুরুতরভাবে জখম হয়েছেন। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ