তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর খসড়া পরিমার্জনে আগামীকাল উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে। জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর খসড়া পরিমার্জনের জন্য গত বছর ৯ ডিসেম্বর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে চেয়ারম্যান করে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে- ধূমপান ও তামাকজাত দ্রব্যের সার্বিক ও বহুমাত্রিক প্রভাব পর্যালোচনা, রাজস্ব আদায়সহ তামাকজাত দ্রব্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের আয়ের ওপর প্রভাব পর্যালোচনা, স্বাস্থ্য ও পরিবেশের ওপর প্রভাব পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত বা পরামর্শ পর্যালোচনা করে প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জনের সুপারিশ করা। খসড়া সংশোধন প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামীকাল (মঙ্গলবার) এই উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে।