সাভারে শাহীন (৩০) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। গতকাল রাম সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি সাবেক এমপির বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার বাসিন্দা। তিনি বরুণের গ্যারেজে কাজ করেন। জানা গেছে, রাত ৯টার দিকে শাহীনের মোবাইলে একটি কল আসে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পরে বাসায় খবর আসে শাহীনকে গুলি করা হয়েছে, তিনি পড়ে আছেন। পরে সেখান থেকে চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শাহীনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে মনে হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মাথায় একটি গুলি ও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে।