সরকারের চাওয়া অনুযায়ী ৯টি বিষয়ের ওপর দ্রুততম সময়ের মধ্যে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এসব বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, সংস্কার চলমান, এটা চলতে থাকবে। এজন্য অল্প সময়ের মধ্যে এসব সংস্কারের কথা বলা হয়েছে। সেই স্বল্পতম সময়ের মধ্যে নিয়ে যাব, যাতে করে আমরা এটাকে সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি।
সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।
তিনি বলেন, সরকারের চাওয়া আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলোর সম্পর্কে কমিশনকে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করবো। তবে এই মুহূর্তে কি কি সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারবো না। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এসব বিষয়ে সুপারিশের বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, নির্বাচনে প্রভাব পড়বে কিনা তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যেকোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়।
বিডি প্রতিদিন/জামশেদ